Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নর্দমার জঞ্জাল থেকে উৎপাদন হবে জ্বালানি
    আন্তর্জাতিক

    নর্দমার জঞ্জাল থেকে উৎপাদন হবে জ্বালানি

    rskaligonjnewsJune 20, 2023Updated:June 20, 20233 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন ও বেড়ে চলা জঞ্জাল পুরো মানবজাতির জন্যই বড় সমস্যা। কিন্তু সেই জঞ্জাল কাজে লাগিয়ে বিশুদ্ধ জ্বালানি উৎপাদন করলে এক ঢিলে দুই পাখি মারা যায়। মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার লেওবেন শহরে ইতোমধ্যে চালু হয়েছে এ সংক্রান্ত একটি পরীক্ষামূলক প্লান্ট।

    জ্বালানি

    ইউরোপের জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এমন উদ্ভাবন এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এর প্রয়োগ বাড়তে পারে। এমনকি ভবিষ্যতে ট্রেন, বাস, জাহাজ, বিমান চালাতে প্লাস্টিক জ্বালানি কাজে লাগানো যেতে পারে বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ।

    প্লান্টের মধ্যে মল, নর্দমার কাদা দেখলে ঘৃণা জাগাই স্বাভাবিক। কিন্তু সেখানেই ভবিষ্যতের জন্য অতি প্রয়োজনীয় জ্বালানি তৈরি হচ্ছে। অস্ট্রীয় উদ্যোক্তা হ্যারাল্ড মায়ারই এই প্রচেষ্টার মূল হোতা। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে তিনি বলেন, ‘আমি উদ্ভাবকের সঙ্গে দেখা করে তার কাছ থেকে পেটেন্ট কিনে নিয়ে ভাবলাম, আমি রূপকথার জগতে আছি। কিন্তু অন্তরের তাগিদ আমাকে ‘শিট টু পাওয়ার’ প্রযুক্তি হাতেনাতে যাচাই করতে বাধ্য করল। সেই দর্শনের ভিত্তিতে আমি অবিলম্বে একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে প্রস্তুত হয়ে গেলাম। ইঞ্জিনিয়ারদের চাকুরি দিয়েছি। সরকারি ভরতুকি ছাড়াই আমি এই প্রকল্পে ৪০ লাখ ইউরো পর্যন্ত বিনিয়োগ করেছি।’

    অস্ট্রিয়ার লেওবেনে আপাতত এক পরীক্ষামূলক প্লান্ট চালু করে বড় আকারে সেই আইডিয়া বাস্তবায়নের স্বপ্ন দেখা হচ্ছে। গোটা প্রক্রিয়া মোটামুটি চলে এভাবে—পয়ঃপ্রণালীর তরল বর্জ্য শুকিয়ে তাতে অক্সিজেন যোগ করে পোড়ানো হয়। প্রায় দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস মাত্রায় উত্তাপ সৃষ্টি হয়। সেই প্রবল উত্তাপে প্লাস্টিকের মৌলিক উপাদানগুলি আলাদা হয়ে যায়। তার মধ্যে হাইড্রোজেনও রয়েছে, যা পরিশোধন করা হয়।

    বর্জ্য পদার্থের মধ্যে অনেক পরিমাণ ফসফেট থাকে। সেইসঙ্গে উপজাত পদার্থ হিসেবে কার্বন-ডাই-অক্সাইডও নির্গত হয়। কঠিন পদার্থ হিসেবে স্ল্যাগ জমির সার হিসেবেও ব্যবহার করা যায়৷ কার্বন-ডাই-অক্সাইড দিয়ে কার্বোনেটেড কোমল পানীয় তৈরি করা যায়। কোম্পানির প্রসেস টেকনোলজি বিভাগের প্রধান নাদিয়া রোমদানে বলেন, ‘প্লাস্টিকের মধ্যে অনেক হাইড্রোজেন থাকে, যা সাধারণত ব্যবহারের পরিবর্তে সমুদ্রে ফেলে দেওয়া হয় অথবা জঞ্জালের প্লান্টে পুড়িয়ে ফেলা হয়। অথচ আমরা সেটি কাজে লাগাতে পারি।’

    কিন্তু এমন উচ্চ তাপমাত্রা পেতে কি বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয় না? নাদিয়া রোমদানে বলেন, ‘এই জ্বালানি তো নর্দমার বর্জ্য থেকেই সৃষ্টি করা হচ্ছে৷ সেই স্লাজ শুকনা অবস্থায় খুব বেশি তাপমাত্রায় জ্বলতে পারে এবং সেই শক্তি উৎপাদন করে।’

    হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্যে আগুন জ্বালানো হলো। পরীক্ষামূলক প্লান্টে এখনো পর্যন্ত সব টেস্ট সফল হয়েছে। এবার একটানা প্রক্রিয়ায় সেই প্লান্টের কার্যকারিতা যাচাই করা হচ্ছে। হ্যারল্ড মায়ার জানালেন, ‘আপাতত আমরা বিনিয়োগকারীর সন্ধান করছি। আমি কোম্পানির সহযোগীর সঙ্গে মিলে এখন যে প্রমাণ দিয়েছি, তার ভিত্তিতে বিশ্বজুড়ে বড় আকারে এটা করা সম্ভব। এখনো পর্যন্ত আমিই একমাত্র বিনিয়োগকারী।”

    হ্যারাল্ড মায়ারের মতে, আগামী কয়েক বছরে হাইড্রোজেনের চাহিদা দ্রুত বেড়ে যাবে। কারণ জলবায়ু বাঁচাতে পেট্রোলিয়ামের মতো জ্বালানির বিকল্প হিসেবে এই উৎসের উপর নির্ভর করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত জীবাশ্মভিত্তিক জ্বালানি হাইড্রোজেনের তুলনায় সস্তা। নতুন প্রযুক্তি প্রয়োগ করলে দুইয়ের মূল্যই প্রায় এক হয়ে যাবে৷।

    মায়ার বলেন, ‘আমরা মাত্র আড়াই ইউরো মূল্যে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদন করছি৷ বর্তমান পরিস্থিতিতে এত কম মূল্য সম্ভবই নয়।’

    কাঁচামাল হিসেবে প্লাস্টিকের প্রথম বড় প্লান্ট কে নির্মাণ করবে? এমনটা করলে জঞ্জালের স্তূপও কমে যাবে।এই উদ্ভাবন সম্পর্কে সব সংশয় দূর হলেই বিনিয়োগকারীদের মনে উৎসাহ জাগবে বলে ধরে নেওয়া হচ্ছে।

    সূত্র: ডয়চে ভেলে

     

    সিঙ্গাপুর শহর বিশ্বের ব্যয়বহুল তালিকার শীর্ষে

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক উৎপাদন জঞ্জাল’ জ্বালানি থেকে নর্দমার হবে
    Related Posts
    লাস্যময়ী চেহারা

    এই বিজ্ঞানী কোনো অভিনেত্রীর চেয়েও কম নয়, লাস্যময়ী চেহারায় যুবকদের রাতের ঘুম কেড়েছে

    October 13, 2025
    সৌদি আরবে সিগারেটের দোকান নিষিদ্ধ

    সৌদি আরবে মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ

    October 12, 2025
    তরুণ বয়সে মৃত্যু

    যে কারণে বিশ্বে বাড়ছে তরুণ বয়সে মৃত্যু

    October 12, 2025
    সর্বশেষ খবর
    Sarjis

    সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

    James Franklin fired

    James Franklin reacts strongly after being fired

    Miles Killebrew

    Miles Killebrew Injury Update: Will Steelers Safety Return After Knee Injury vs. Browns?

    জীবনসঙ্গী

    ৬টি চিহ্ন থাকলে বুঝবেন আপনার জীবনসঙ্গী সঠিক নয়

    Diane Keaton private life

    How Did Diane Keaton Die? Cause of Death Not Confirmed Yet as Tributes Pour In

    লাস্যময়ী চেহারা

    এই বিজ্ঞানী কোনো অভিনেত্রীর চেয়েও কম নয়, লাস্যময়ী চেহারায় যুবকদের রাতের ঘুম কেড়েছে

    Puka Nacua Injury Update

    Puka Nacua Injury Update: Will Rams’ Star Return After Foot Injury vs Ravens?

    Penn State Fired James Franklin

    Why Penn State Fired James Franklin After Shocking Loss — Top Candidates to Replace Him

    Courtney Stodden

    What Said Courtney Stodden About the Dark Reality of Child Marriage in America

    kiton

    অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.