নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার পক্ষে বাদীকে জেরা অব্যাহত

খালেদা জিয়া

খালেদা জিয়া

জুমবাংলা ডেস্ক :  নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে জেরা অব্যাহত রয়েছে।

সোমবার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর অস্থায়ী এজলাসে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়। জেরা শেষ না হওয়ায় আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান ১৯ অক্টোবর পুনরায় জেরার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর মামলার বাদীর জবানবন্দি গ্রহণ শেষ হয়। ওই দিন দুজন আসামির পক্ষে তাকে জেরা করা হয়।

গত ১০ অক্টোবর খালেদা জিয়ার পক্ষে বাদীকে জেরা করা শুরু করেন তার আইনজীবী। গত ২৩ মে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন আদালত।

এ মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এ ছাড়া সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোঃ শফিউর রহমান মৃত্যুবরণ করায় ইতিপূর্বেই তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আ.লীগ ক্ষমতায় বলেই দেশে এত উন্নয়ন: প্রধানমন্ত্রী