আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী বাল্য বিবাহের হার বেশী এমন দেশগুলোর মধ্যে নাইজেরিয়া শীর্ষে রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ৭৮ শতাংশ মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়।
বিশ্বব্যাপী শিশুদের জন্য নেতৃস্থানীয় স্বাধীন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল’ (এসসিআই) ‘নাইজেরিয়ান গার্ল স্টেট: অ্যান ইনক্লুসিভ ডায়াগনসিস অফ চাইল্ড ম্যারেজ’ শীর্ষক প্রতিবেদনে জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলে ১৫ বছর বয়সের মধ্যে ৪৮ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় এবং উত্তর-পশ্চিমাঞ্চলে ১৮ বছর বয়সের মধ্যে ৭৮ শতাংশ মেয়ের বিয়ে হয়।
‘প্রতিবেদনটি নাইজেরিয়ার মেয়ে শিশুর ভয়াবহ অবস্থা সামনে এনেছে। এতে জাতীয় স্তরে শিক্ষা এবং ক্ষমতায়নের ওপর বিরূপ প্রভাব পড়েছে।’
এসসিআই প্রতিবেদনে বলা হয়, এই বাল্য বিয়ের পেছনে ‘বর্তমান এবং প্রচলিত সামাজিক ও সাংস্কৃতিক রীতি নীতির অনুসরণ ভূমিকা রাখছে।’ এতে নাইজেরিয়ার মেয়েদের অবস্থান অনুমান করা যায়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।