Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাইজারে নৌকাডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির মুনিয়া জেলার তিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাইজারের ইমারজেন্সি এজেন্সির মুখপাত্র উদু হুসেইন জানান, শনিবার একটি বাজার থেকে পণ্য কেনার পর ১০০ ব্যবসায়ীকে নিয়ে নৌকাটি ফিরছিল। পথে ঝড়ের কবলে পরলে নৌকাটি দুই টুকরো হয়ে যায়। তখন পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু হয়।
তবে এখন পর্যন্ত ৫ জনের কোনো খোঁজ মেলেনি। এছাড়া স্থানীয় ডুবুরিদের সহয়তায় ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নাইজেরিয়ার নৌপথে হামেশাই এ রকম দুর্ঘটনা হয়। বিশেষ করে অতিরিক্ত যাত্রী বহন ও দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কারণেই মূলত দুর্ঘটনাগুলো ঘটে। বিশেষ করে বর্ষকালে নদীপথে দুর্ঘটনার সংখ্যা অনেকটা বেড়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।