নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় যুবক মো. নাঈম (২৪) হত্যাকাণ্ডে নিজেকে জড়িয়ে সম্প্রচারিত মিথ্যা সংবাদে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
বুধবার (২ জুলাই) দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি দাবি করেন, গণপিটুনিতে নিহত মো. নাঈমের ঘটনায় তিনি কোনোভাবে জড়িত নন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে গণপিটুনিতে প্রাণ হারান মো. নাঈম। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। তবে পরদিন যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে বিএনপি-সমর্থিত এক ব্যক্তিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ ওঠে, যা নিয়েই প্রতিবাদ জানান রিয়াজুল হান্নান।
তিনি বলেন, “ঘটনার দিন বা পূর্বে আমি সেখানে ছিলাম না। আমি প্রথমে দৈনিক যুগান্তরে সংবাদ দেখে ঘটনাটি সম্পর্কে জানতে পারি। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় করার লক্ষ্যে মিথ্যা প্রচার চালিয়েছে। এটি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।”
নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একইসঙ্গে যমুনা টেলিভিশনে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যেন নিরপেক্ষতা বজায় রাখেন এবং মিথ্যা সংবাদের মাধ্যমে নিরপরাধ কাউকে রাজনৈতিকভাবে হেয় না করেন, সে প্রত্যাশা করি। কারণ, এ ধরনের প্রচার গণমাধ্যমের নৈতিকতা ও দায়িত্ববোধের পরিপন্থী।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, গাজীপুর জজ কোর্টের পিপি মো. আবু তাহের নয়ন, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সরকার এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।