রাস্তার মাঝখানে অথবা পাশে যদি ময়লা–আবর্জনা পড়ে, তাহলে দুর্গন্ধ ছড়ায়। পথিকেরা দুর্গন্ধ পেলে থুতু ফেলে। নাকে দুর্গন্ধ এলে থুতু ফেলি কেন? গন্ধ পেলাম নাকে কিন্তু থুতু ফেললাম মুখ থেকে। এটা আসলেই এটা উল্টাপাল্টা ব্যাপার। নাকের অস্বস্তির প্রতিক্রিয়া কেন নাকের মাধ্যমে প্রকাশ করলাম না, তাই না?
এর উত্তরে বলা যায়, কখনো কারও মুখে দুর্গন্ধ হলে তা দূর করার জন্য আমরা থুতু ফেলি। যদিও অবশ্য থুতু ফেলে সেই দুর্গন্ধ দূর হয় না। তা সত্ত্বেও দুর্গন্ধের সঙ্গে থুতু ফেলার একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। এ অবস্থায় রাস্তায় হাঁটার সময় নাকে দুর্গন্ধ এলে অভ্যাসবশত আমরা থুতু ফেলি।
অন্যভাবেও আমরা এই অভ্যাসের একটি ব্যাখ্যা দিতে পারি। যেকোনো বিষয় বা ঘটনা যদি আমাদের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, আমরা প্রকাশ্যে থুতু ফেলে তা সবাইকে জানিয়ে দিই। তেমনি রাস্তায় ময়লা–আবর্জনার দুর্গন্ধ যে আমাদের অপছন্দনীয়, তা সবাইকে জানাই থুতু ফেলে। এতে হয়তো যারা ময়লা ফেলে দুর্গন্ধ ছড়ায়, তাদের কাছে একটি বার্তা যাবে। পরে হয়তো ও রকম কাজ ওরা আর করবে না। এটা প্রতিবাদের একটা নির্বিরোধ প্রতিক্রিয়া মাত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।