বিনোদন ডেস্ক : মহামারি ছেয়ে বসেছে বলিউডে। একের পর এক বলিউড তারকার সংক্রমণের খবর সামনে আসছে। ২০২২ সালে তৃতীয় লকডাউনের ভয়ে সন্ত্রস্ত টিনসেল টাউন। তবে, করো*না নিয়ে সাবধানতা অবলম্বন করতে গিয়েই ট্রোলের মুখোমুখি হলেন কাজল।(Kajol)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মাস্ক পরে হলুদ স্টোল গায়ে জড়িয়ে দেখা মিলল অভিনেত্রীর। চারিদিকে ঘিরে ধরা পাপারাৎজিদের দেখেই কাজল বলতে থাকেন ‘দূরে যান আরও দূরে’! এমনকী, আজয় দেবগন-পত্নীকে ‘আরও জলদি ছবি তুলুন’ একথাও বলতে শোনা যায়। সামনে দাঁড় করানো গাড়ির দিকে যেন একছুটে চলে যান অভিনেত্রী।
আর এই ভিডিও নিয়েই বিপরীত চিন্তাভাবনা লক্ষ্য করা গেল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই কাজলকে ‘নাক উঁচু’, ‘নাটুকে’, ‘অহংকারী’ বলেছেন। কারও মতে, এত ভয় থাকলে কেন বাড়ির বাইরে পা রেখেছেন কাজল। আর পাপারাৎজিদের যদি এতই অপছন্দ তাহলে কেন অন্য সময়ে একগাল হেসে ছবির জন্য পোজ দেন!
তবে, কাজলের পক্ষেও রয়েছেন অনেকেই। তাঁদের মতে, বর্তমানে যেভাবে করোনা বাড়ছে সেভাবে কাজলের চারিদিকে হওয়া এই ভিড় শুধু যে অভিনেত্রীর জন্য ক্ষতিকর তা নয়, বরং ওখানে উপস্থিত যে কারও সংক্রমণ হতে পারে। এটা কোনও বড় ইস্যুই নয়।
এর আগে কাজলের জন্মদিনেও একটা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে বিরস মুখে কোনও রকমে ভক্তের আনা কেক কেটে বাড়ির ভিতর ঢুকে যান কাজল। সেই সময়তেও কাজলের শরীরীভাষার নিন্দে হয়েছিল। ফের নেটপাড়ার বিষ নজরে পড়লেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।