নাক দিয়ে টাইপ করে গড়লেন বিশ্ব রেকর্ড

নাক দিয়ে টাইপ করে গড়লেন বিশ্ব রেকর্ড

জুমবাংলা ডেস্ক: একজন কম্পিউটার ব্যবহারকারী কিবোর্ডের সাহায্যে টাইপ করে থাকেন। কেউ ধীরে টাইপ করেন আর কেউ দ্রুত টাইপ করেন। দ্রুত টাইপ করার জন্য প্রয়োজন হয় বিশেষ দক্ষতা। টাইপ করতে সাধারণত হাতের দশটি আঙুলের সহায়তাই নিতে হয়ে। কেউ কেউ পা দিয়েও টাইপ করতে পারেন। কিন্তু নাক দিয়ে টাইপ করার কথা শুনেছেন? এই কাজটি করেছেন ভারতীয় এক যুবক। নাক দিয়ে দ্রুততম সময়ে টাইপ করে নিজের নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ।

নাক দিয়ে টাইপ করে গড়লেন বিশ্ব রেকর্ড

ভারতীয় ওই যুবকের নাম বিনোদকুমার চৌধুরী। ৪৪ বছর বয়সী বিনোদ প্রতিটি বর্ণমালা টাইপ করার জন্য ব্যায় করেন এক সেকেন্ডেরও কম সময়। সম্প্রতি ইংরেজি ২৬টি বর্ণ টাইপ করতে তার সময় লেগেছে ২৫ দশমিক ৬৬ সেকেন্ড।

এর আগে ২০২৩ সালে নাক দিয়ে ২৬ ইংরেজি বর্ণ টাইপ করতে তিনি সময় নিয়েছিলেন ২৭ দশমিক ৮০ সেকেন্ড। একই বছরে দ্বিতীয় প্রচেষ্টায় তার সময় লেগেছিল ২৬ দশমিক ৭৩ সেকেন্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এর নির্দেশনা অনুযায়ী, বিনোদকে ইংরাজি বর্ণমালাগুলো টাইপ করার সময় প্রতিটি বর্ণের মাঝে একটি করে স্পেস দিতে হয়েছে। এই নির্দেশনা মেনে- সব থেকে কম সময়ে নাক দিয়ে টাইপ করে রেকর্ড গড়েন তিনি।

সূত্র : এনডিটিভি

গাজীপুরে তিতাস গ্যাসের ৩০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন