জুমবাংলা ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি। র্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটর মোড় থেকে জাতীয় শহীদ মিনারের উদ্দেশে বিজয় র্যালির যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি।
বিজয় র্যালিতে ঢাকার বিভিন্ন থানা কমিটি ও উপজেলার কমিটির সদস্যরা যোগ দিয়েছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাও র্যালিতে অংশ নিয়েছেন।
র্যালিতে আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।
এ সময় তারা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘এই ৭১ মরে না, এই ২৪ মরে ন’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
বিজয় র্যালিতে বিভিন্ন থানা কমিটির সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।
বেরোবিতে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, স্বব্যানারে শ্রদ্ধা জানালেন ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’
র্যালিতে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সভাপতি সার্জিস আলম, সদস্য অনিক রয়, আক্তার হোসেন, আদিবসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।