নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর। আর এই উপ নির্বাচনে নৌকার মাঝি হতে চায় ৪ জন। এরা হলেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক অলীউল্লাহ অলী, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম সিকদার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভেকেট সিরাজ মোড়ল। তবে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী ওই ৪ জনের মধ্যে সাধারণ ভোটারদের মুখে মুখে রেজাউল করিম সিকদারের নামই বেশি শোনা যাচ্ছে।
স্থানীয়ভাবে ওই ৪ জনকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের কর্মী-সমর্থকরা তাদের গুণকির্তনে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। তবে এদের মধ্যে স্থানীয় তরুণদের মধ্যে রেজাউল করিম সিকদারকে নিয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। তারা ইউনিয়নে সকল শ্রেণি পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে নাগরী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে উপ-নির্বাচনে রেজাউল করিম সিকদারকেই দেখতে চায়।
নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শনিবার সকালে কথা হয় স্থানীয় কয়েকজন ভোটারের সাথে। তারা জানায়, রেজাউল করিম সিকদার ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। দল তাকে মূল্যায়ন করে বর্তমানে তাকে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে একেবারে তৃণমূল নেতা-কর্মীদের সাথে তার যোগাযোগ রয়েছে। তাই তাদের প্রথম পছন্দ হিসেবে রেজাউল করিম সিকদারই তাদের প্রথম চাওয়া। সদা হাস্যোজ্জল এই মানুষটি যে কোন বিপদ-আপদে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে স্থানীয়দের বিশ্বাস তাকে দল থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নৌকার মাঝি হতে পারেন।
জানা গেছে,ওই ইউনিয়নের উপ-নির্বাচনে ২৭ হাজার ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৪ হাজার ১৫৯ জন পুরুষ ও ১৩ হাজার ৭৭১ জন মহিলা ভোটার। আর ওই সংখ্যক ভোটারদের ১৪টি কেন্দ্রের মাধ্যমে ভোট নেয়া হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাগরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ বিরতীহীনভাবে অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়পত্র সংগ্রহ শুরু হলেও তা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির দিনসহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা চলবে। আর এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক এক স্মারকের পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৫ বিধি অনুযায়ী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দিনক্ষণ ধার্য্য করে এক প্রজ্ঞাপন জারি করা হয়। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চেয়ারম্যান প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবে। ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবরের মধ্যে প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে। আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্র আরো জানায়, গাজীপুর জেলা নির্বাচন অফিস কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৫ (১) ধারা মোতাবেক ১৪ সেপ্টেম্বর উপ-নির্বাচন পরিচালনার জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পষিদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১১ অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার ফারিজা নূর সর্বসাধারণের অবগতির জন্য কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ইচ্ছুক প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গণ-বিজ্ঞপ্তি জারি করেন।
উল্লেখ্য, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া চলতি বছরের ২৫ ফেব্রæয়ারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ওই ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল কাদির মিয়া নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।