
আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা আগদাম এলাকায় প্রবেশ করেছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধাবসানে রাশিয়ার মধ্যস্থতায় করা একটি চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়ার হস্তান্তর করতে যাওয়া তিনটি এলাকার প্রথমটি হচ্ছে আগদাম। খবর এএফপি’র।
Advertisement
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজারবাইজান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ২০ নভেম্বর আগদাম এলাকায় প্রবেশ করেছে। প্রায় ৩০ বছর ধরে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা এ এলাকা নিয়ন্ত্রণ করে আসছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


