স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে জুনিয়র টাইগার। আর প্রতি ম্যাচেই চোখে পড়েছে রাকিবুল-শরীফুলদের অদ্ভুত সব নাচ। নিজেদের মাঝে প্রাণ ফিরে পেতে টোটকা ছিল এমন নাচ। যা এনে দিয়েছে বিশ্বকাপ ট্রফি। টাইগারদের ব্যাতিক্রম ধর্মী উদযাপন নিয়ে থাকছে এবারের প্রতিবেদন।
মম চিত্তে, নিতি নৃত্যে ঐ যে আকবর-শরীফুলরা নাচে। ছন্দে আনন্দে উনিশ মানে না কোনো বাঁধা। ওরা যে সবার চেয়ে আলাদা। সবার চেয়ে সেরা। তাই প্রতি ম্যাচেই চোখে পড়েছে। আমুদে নাচনেও ওরা ছিল সবার চেয়ে আলাদা।
হাসি কান্না হীরা পান্না দোলে ভালে। কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। কোটি সমর্থককে আবেগে ভাসিয়েছেন। আনন্দে কাঁদিয়েছেন। ক্রিকেট জ্বরের উচ্ছ্বাসে কাঁপুনি দিয়েছে পুরো দেশ। ওরাও কম যান না!
গ্রুপ পর্ব থেকে ফাইনাল। প্রতি ম্যাচে নিজেদের উদ্যম আর ক্লান্তি কাটাতে ইয়ং টাইগারদের টোটকা ছিল এমন নাচ। এই নাচের কোনো ভাষা নেই। দরকারও নেই। আনন্দের যে কোনো ভাষা থাকে না।
কি আনন্দ! কি আনন্দ!! দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। বিশ্বকাপ ট্রফি হাতেও থেমে থাকেনি ব্যাঘ্র শাবকদের নাচ। এবার বিশ্বজয়ের নাচ। ভারতকে নাচিয়েই-কাঁদিয়েই ফাইনালে জয় লাল সবুজের।
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে। ফাইনাল শেষের পরও থেমে থাকেনি ইমন-রাকিবুলদের নাচ। দক্ষিণ আফ্রিকা ছাড়ার আগেও সেখানকার রাস্তায় নাচের ছলে চলে আনন্দ উদযাপন। কঠিন সমুদ্র পাড়ি দেয়া, তাদের দেখানো তরঙ্গেই বাকিদের চলতে হবে পাছে পাছে। নাহলে যে ছুয়ে দেখা হবে না সোনালি ট্রফিটা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।