Advertisement
বিনোদন ডেস্ক : মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউরামির জন্য বেশ খ্যাতি তার। একটা গ্যাংও আছে। যারা যখন তখন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায় এখানে ওখানে। অর্থাৎ, নেশায় তারা বাইকার। এই দলের মধ্যমণি মাসুদ। সে একসময় প্রেমে পড়ে। পছন্দের মেয়েটিকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘মাসুদ ভালো হয়ে যাও’। প্রীতি দত্তের রচিত ও পরিচালিত এ নাটকে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। তার প্রেমিকার চরিত্রে আছেন নাদিয়া আফরিন মিম। নাটকটি ঈদে এনটিভিতে প্রচারিত হবে।
নাটকটির রচয়িতা ও পরিচালক প্রীতি দত্ত বলেন, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এই নাটকে। আশা করছি, দর্শক এই মাসুদে হতাশ হবেন না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।