নাটকের সংলাপেও এখন অশ্লীলতা ঢুকেছে: নাদিয়া

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী সালহা খানম নাদিয়া।দেশের শোবিজে প্রায় এক যুগ পেরিয়েছে নাদিয়ার পথচলা। ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান। এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন তিনি।

বর্তমানে নাটক ও বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই ব্যস্ত তিনি। প্রচার চলছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। ব্যস্ততা রয়েছে একাধিক খণ্ডনাটকের শুটিং নিয়েও।

টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘একটি খোলা জানালা’। তবে কাজের ব্যস্ততা থাকলেও গল্প বাছাইয়ে বেশ সতর্ক নাদিয়া।

পশ্চিমা স্টাইলে আকর্ষণ ছড়াচ্ছেন মিম

তার মতে নাটকের সংলাপেও এখন অশ্লীলতা ঢুকেছে। তাই খুব সতর্কতার সঙ্গেই কাজে যুক্ত হতে হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন নাটকে অশ্লীল ভাষার ব্যবহার শুরু হয়েছে। আমি এটার বিরুদ্ধে। এ কারণে আপত্তিকর সংলাপ থাকলে আমি কাজটি করি না। হয়তো এজন্য আমার নাটক কমে গেছে। তাতে সমস্যা নেই, আমি এসব বিষয়ে কথা বলে যাব।’