Advertisement
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের হাতিগাড়া গ্রাম থেকে ওই কষ্টি মূর্তি উদ্ধার করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার ডাহিয়া ইউনিয়নের হাতিগাড়া গ্রামে একটি খেলার মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।