Advertisement
জুমবাংলা ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে উপজেলার পারগুরুদাসপুর এলাকায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাতেম আলী ফজরের নামাজ পড়তে মসজিদে যান। এ সময় ঘরে ঢুকে তার স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় তারা। পরে মনোয়ারা বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।