Advertisement
নাটোর প্রতিনিধি: চীন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে নাটোরে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
আজ শনিবার (২ মে) নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের মধ্যে নয়জন নাটোর সদর, একজন নলডাঙ্গা ও অপরজন বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। এদের কারও মধ্যেই করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি।
করোনা মোকাবিলায় সদর হাসপাতালসহ একাধিক স্থানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে সিভিল সার্জন এ ব্যাপারে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।