Advertisement
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বেদে পল্লীর ৮২টি অসহায় ও কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সিংড়া পৌরসভার পার-সিংড়া বেদে পল্লী এলাকায় বেদে পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী।
এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, কেউ না খেয়ে থাকবে না, আমাদের বেতন-রেশন থেকে সবাইকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। যেকোনও সময় ফোন দিলে খাদ্য সহায়তা পৌঁছে দেবে পুলিশ।
সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনার সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।