নিজস্ব প্রতিবেদক : লম্বা ছুটি পাওয়ায় এবারের ঈদে নাড়ির টানে রেকর্ডসংখ্যক মানুষ ঢাকা ছাড়ছে। রাজধানীর জনসংখ্যা অর্ধেকের নিচে চলে এসেছে ইতোমধ্যে।
পরিবহনবিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ২০ লাখ মানুষ। সে হিসাবে ঈদের সময় প্রতিদিন গড়ে বাড়ি যান ৩০ লাখ মানুষ। তবে এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানুষের সংখ্যা অনেক বাড়বে।
গত দুই দিনেই রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী। মুঠোফোন অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে। ঈদের আগের দিন পর্যন্ত রাজধানী ছাড়বে আরও অনেক মানুষ।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাদে চেপে ঢাকা ছাড়ছেন উত্তরাঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলের মানুষজন। বেশ কিছু ট্রেন দেরিতেও ছেড়ে গেছে।
ঈদযাত্রার সপ্তম দিনে আজ (৯ এপ্রিল) সকালে এমন চিত্র দেখা যায়।
দিনাজপুরের পার্বতীপুর যাওয়ার জন্য একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠেন দুই ভাই জামাল উদ্দিন ও সেলিম উদ্দিন। তারা জানান, টিকিট কেটেও ভেতরে ঢুকতে পারেননি। তাই বাধ্য হয়ে ছাদে উঠেছেন। একই কথা জানান জয়পুরহাটের যাত্রী হাবিবুল ইসলাম।
বাস, ট্রাক ও পিকআপেও ঢাকা ছাড়ছে মানুষ। প্রতিবার বাসে ঈদযাত্রায় ভোগান্তির খবর পাওয়া গেলেও এবার তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফেরার সুযোগ মিলছে। ঈদে যান চলাচল বাড়লেও যানজটের বড় কোনো খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতেও তেমন দুর্ভোগ হয়নি।
তবে গত তিন দিনে ট্রেন কিছু বিলম্বে ছেড়েছে। রেলপথে ঈদযাত্রার প্রথম কয়েকদিন ঘরমুখো মানুষকে খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি। বেশির ভাগ ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে।
শবেকদর, ঈদ ও পয়লা বৈশাখ মিলিয়ে এবার ঈদের ছটি ৬-৭ দিনের। ফলে পরিবারের সঙ্গে ঈদ পালন করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। প্রতিদিন ঢাকা ছাড়ছে নগরবাসী। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট সবখানেই ঘরমুখো মানুষের ভিড়।
ধারণা করা হচ্ছে এবার ঈদে রাজধানীর অন্তত ১ কোটি মানুষ ঢাকা ছাড়বে। তাদের ফিরে আসার আগ পর্যন্ত রাজধানীর নিরাপত্তায় বাড়তি নজর রাখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।