বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর প্রথম স্বচ্ছ ফোন এনেছিল নাথিং কোম্পানি। ওই ফোনটির মডেল ছিল নাথিং ফোন ওয়ান। প্রথম ফোনের সফলতার ধারাবাহিতায় এবার এলো নাথিং ফোন টু।
মঙ্গলবার দ্বিতীয় প্রজন্মের স্মার্টফোনের আনুষ্ঠানিক ঘোষণা করল নাথিং।
বিশ্বব্যাপী ফোনটি বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। নাথিং ফোন ওয়ানের উত্তরসূরি এই স্মার্টফোনে থাকছে দারুণ স্টোরেজ সঙ্গে ফাস্ট চার্জিং ও ডুয়াল রিয়ার ক্যামেরা। একটা নয় তিনটি ভেরিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে এই ৫জি স্মার্টফোন।
নাথিং ফোন টুর প্রথম চমক অবশ্যই তার স্টোরেজ। এটির টপ এন্ড ভেরিয়েন্টে ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ও ১২ জিবি র্যাম পাবেন ক্রেতারা। আর যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেখানে থাকছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ আরও বাড়ানো যাবে। এর বেজ ভার্সনের দাম ভারতে ৫০ হাজার রুপি।
এই স্মার্টফোনে মিলবে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে সঙ্গে ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। আনলক করার জন্য থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনে প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেনারেশন ১ চিপসেট। সফটওয়্যারের ক্ষেত্রে পাবেন অ্যানড্রয়েড ১৩।
নাথিং ফোন টু মডেলে মিলবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ সেন্সর এবং দ্বিতীয়টি ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় সেলফি ও ভিডিও কলের জন্য উপস্থিত ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৫ সেন্সর।
ব্যাটারির ক্ষেত্রে বদল এনেছে নাথিং। এই ফোনে আরও বেশি ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ৪৭০০ এমএএইচ ব্যাটারি প্যাক। সঙ্গে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট।
নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, ৫৫ মিনিটে ফুল চার্জ হবে এই হ্যান্ডসেট। পাশাপাশি কোনো ক্যাবল ছাড়াও চার্জ করা যাবে এই ফোন। এর জন্য রয়েছে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এই চার্জে টানা ১৩০ মিনিট পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারবে স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।