বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নাথিং ফোন ওয়ানের দামের অবিশ্বাস্য পার্থক্যে প্রযুক্তিপ্রেমীরা বিস্মিত হয়েছেন। বাংলাদেশে এর দাম ৬৫ হাজার হলেও তা এখন বেড়ে ৬৭ হাজার টাকা হয়েছে।
১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের ভেরিয়েন্টের দাম ৬৭ হাজার টাকা হওয়ায় এখন অনেকেই ভাবছেন এই দামে নাথিং ফোন ওয়ান নেওয়ার থেকে আরও ভালো অপশন থাকতে পারে। কাস্টমাররা এখন কনফিউশনের মধ্যে পড়ে গেছেন।
বাংলাদেশে আরেকটি সমস্যা হচ্ছে এটির ৮ জিবির ভেরিয়েন্টটি পাওয়া যাবে না। শুধু ১২ জিবি ভেরিয়েন্টটি আগ্রহী ক্রেতারা কিনতে পারবে। আসলে স্মার্টফোন থেকে মানুষ যেমনটা পারফরম্যান্স আশা করে সেখানে ১২ জিবি র্যামের প্রয়োজনীয়তা তেমন বেশি নেই। এজন্য কাস্টমারদের আট জিবি ভেরিয়েন্টের প্রতি আগ্রহ বেশি ছিল।
ভারতে নাথিং ফোন ওয়ান স্মার্টফোনটির দাম ৩০ থেকে ৩২ হাজার রুপির মধ্যেই রয়েছে। সেখানে বাংলাদেশে এর দাম হওয়া উচিত ছিল ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। সেটি এখন সম্ভব না হওয়ায় আগ্রহী ক্রেতারা হতাশ হয়েছেন। বর্তমানে এটার দাম ৬৭ হাজার টাকা হলেও নিকট ভবিষ্যতে যে আর বাড়বে না সেটা নিশ্চিত করে বলা যাবে না।
নাথিং ফোনের ভারতীয় ভেরিয়েন্টটিতে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা গেছে। ব্যাক প্যানেল এবং পেছনের ক্যামেরার আশেপাশে দ্রুত ধুলোবালি এবং ময়লা জমতে থাকে। ক্যামেরায় এবং ব্যাকপ্যানেল এ খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যাচ্ছে।
আপনি যদি মনে করেন আমেরিকায় বা ইউরোপে আপনার বন্ধু বা আত্মীয় আছে এবং তার মাধ্যমে নাথিং ফোন ওয়ান আপনি নিজের দেশে আনাবেন তাহলে আপনাকে বেশ কিছু সমস্যায় পড়তে হবে। এটি গ্রাহকের ঠিকানায় শিপিং করা বেশ কঠিন এবং রিটেলার মার্কেটের সংখ্যা কম।
কাস্টমস এবং বর্ডার ট্যাক্স ও সাথে প্রসেসিং ফি এর ঝামেলায় জড়াতে হবে আপনাকে। এতে এক্সট্রা চার্জ দিতে হবে যা আপনার ভালো লাগবে না। তাছাড়া সব দেশের স্থানীয় নেটওয়ার্ক ব্যান্ড এবং ওয়াইফাই সিস্টেমের সাথে এটি মানানসই কিনা সেখানে সন্দেহ রয়েছে। এতে আপনার ইন্টারনেট স্পিড বেশ কমে যাওয়ার সম্ভাবনা আছে।
ফোনটি ক্রয় করার পরে কোন সমস্যা হলে বা ভেঙ্গে গেলে রিপেয়ার করার জন্য তাদের অফিসিয়াল স্টোরের পর্যাপ্ত অভাব রয়েছে। হয়তো সমস্যার সমাধান হতে আপনাকে অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম পরিস্থিতিতে এই ফোনটি বাদ দিয়ে অন্য স্মার্টফোন ক্রয় করার চিন্তা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।