in ,

নান্দাইলে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু


জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে গোসল করতে গেলে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো- তানিয়া (৯) ও হাবিবা (৮)। তারা সর্ম্পকে চাচাতো বোন। এদের মধ্যে তারা মিয়ার মেয়ে তানিয়া এবং বাচ্চু মিয়ার মেয়ে হাবিবা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে তানিয়া, হাবিবা, সুমাইয়া ও মিথিলা নামে চার শিশু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ তানিয়া ও হাবিবা পানিতে ডুবে যায়। ডুবে যাওয়া দেখে সুমাইয়া ও মিথিলা পুকুর থেকে উঠে দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনা জানায়। পরে দ্রুত লোকজন ছুটে এসে পানিতে নেমে খোঁজাখুঁজি করে হাবিবা ও তানিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির ঘটনাস্থলে গিয়ে থানাকে অবহিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।