বিনোদন ডেস্ক : ঘটনাটা আট বছর আগের। ওই সময় তরুণ নির্মাতা সাইফ চন্দন ৮ বছর আগে নির্মাণ করেছিলেন ‘টার্গেট’’ নামের একটি সিনেমা। এতে নায়ক ছিলেন নিরব ও আনিসুল হক মিলন। অ্যাকশন ধাঁচে চলচ্চিত্রটি তৈরি হয়েছিল।
তবে শুটিং শেষ হওয়ার পরেও ছবিটি অজ্ঞাত কারণে মুক্তি পায়নি। অবশেষে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সারাদেশে নাম বদলে ‘দুনিয়া’নামে ছবিটি মুক্তি পেয়েছে। এতে নায়িকা হিসেবে রয়েছেন দুইজন। একজন আইরিন সুলতানা ও অন্যজন অমৃতা।
অমৃতা ছবিটিতে নায়িকা হিসেবে কাজ করলেও ৮ বছর পরে এই নায়িকার খোঁজ নেই। চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন বলা যায়।
শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও নেই এই নায়িকা। যদিও ৬ বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ওজন বেড়ে যাওয়ায় তিনি অন্তরালে চলে গেছেন।
এদিকে, প্রায় দুই বছর পর দুনিয়া সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন নায়িকা আইরিন সুলতানা। ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘কাগজ’। মাঝে প্রায় দুই বছরের বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। আজ নিজে সিনেমা দেখতে গেছেন। জানিয়েছেন সেই অনুভূতি।
জনপ্রিয় অভিনেত্রী প্রজ্ঞা নাগরার নেট দুনিয়ায় গোপন ভিডিও ফাঁস!
সিনেমা সম্পর্কে আইরিন গণমাধ্যমকে বলেন, ‘কোনো কোনো ছবি ১০ বছর ধরেও নির্মিত হতে পারে। এখন ছবির মেরিটের ওপর নির্ভর করে দর্শক পছন্দ করবে কি না। চন্দন ভাইয়ের কাজ আমি হলে গিয়ে দেখেছি। তিনি দর্শকের পালস বোঝেন। তার পরিচালিত প্রথম ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এও আমি অভিনয় করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি, দর্শক নিরাশ হবেন না। তা ছাড়া তারকাবহুল এই ছবিতে কিন্তু আনিসুর রহমান মিলন ভাই, মিশা সওদাগর ভাই, নিরব, অমৃতারাও আছেন। তাদেরও তো নিজস্ব ভক্ত আছে। আমিও আমার জায়গা থেকে সেরা অভিনয়ের চেষ্টা করেছি। সব মিলিয়ে দর্শক নিরাশ হবেন না বলে মনে করি।’
সূত্র: কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।