আবু সুফিয়ান: রাজ্জাক শুধু একজন নায়ক ছিলেন না, তিনি বাংলা চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন নতুন এক মাত্রা। আর এ কারণেই তিনি হয়ে উঠেছিলেন নায়করাজ।
বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি তিনি। ছিলেন আপদমস্তক একজন অভিনয় শিল্পী। অভিনয় জগতে তিনি ছিলেন আলোর দিশারী। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি যতটা দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটি অনেকটা বিরল।
কালজয়ী এই অভিনেতাকে হারানোর পাঁচ বছর পূর্ণ হলো আজ (২১ আগস্ট)। ২০১৭ সালের এইদিনে ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
নায়করাজ একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। দুই বাংলাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা। বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘ সাড়ে ছয় দশক এই জনপ্রিয় অভিনেতা দাপটের সাথে কাজ করেছেন।
প্রখ্যাত সাংবাদিক আহমদ জামান চৌধুরী তার কাজের প্রতি সম্মান জানিয়ে তাকে নায়করাজ উপাধি দেন। এরপর এই উপাধির স্বীকৃতি মিলে যায় সবখানে। দল মত নির্বিশেষে তিনি ছিলেন সবার প্রিয় নায়করাজ।
নায়ক রাজের মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ আয়োজন রাখা হয়েছে প্রতিবারের মতোই। তার সন্তান খালিদ হোসেন সম্রাট বলেন, ‘আব্বার মৃত্যুবার্ষিকীতে যথারীতি ফজরের নামাজ পড়ে আমি কবরের কাছে যাই, দোয়া দুরূদ পড়ি। গুলশান আজাদ মসজিদেও এতিম খানার বাচ্চাদের খাওয়া দাওয়া করানো হয়ে থাকে। আবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্বার নামে একটি মাদ্রাসা পরিচালিত হয়। সেখানেও মিলাদ মাহফিল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয়ে থাকে।’
শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান, আজ বাদ আছর কিংবদন্তি অভিনেতার রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে, চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান তারকা কথনের প্রযোজক অনন্যা রুমা জানান আজ তারকা কথন অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করবেন চিত্রনায়িকা সুজাতা, সুরকার-সঙ্গীত পরিচালক ইমন সাহা, সঙ্গে থাকবেন নায়ক রাজের ছেলে সম্রাট।
নায়করাজ রাজ্জাকের সঙ্গে এই প্রজন্মের অনেকেই সিনেমাতে অভিনয় করেছেন। আবার কেউ কেউ সিনেমাতে অভিনয় না করলেও নাটকে অভিনয় করেছেন। আবার কেউ কেউ নিজেদের সিনেমার অভিষেকের পূর্বে দোয়া নিতে গিয়েছেন। এমন ক’জনের স্মৃতিচারণই উঠে এসেছে আজকের বিশেষ এই আয়োজনে।
চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমার সৌভাগ্য যে শ্রদ্ধেয় এফ আই মানিক পরিচালিত নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে আমি রাজ্জাক আঙ্কেলকে পেয়েছিলাম। তিনি আমাকে খুব স্নেহ করতেন। পরবর্তীতে সম্রাটকে নিয়ে যখন তিনি ‘আমি বাঁচতে চাই’ সিনেমাটি নির্মাণ করলেন, আমি নায়িকা হলাম, তখনই আসলে তাকে খুব কাছে থেকে দেখা-অনুভব করা।
অপু বিশ্বাস আরও বলেন, আমার একটি নাম আছে ‘লক্ষ্মী’ এটা অনেকেই জানেন না। রাজ্জাক আঙ্কেল জানতেন। এ কারণেও তিনি আমাকে ভীষণ আদও করতেন। কারণ তার স্ত্রীর নামও লক্ষী। আমার বিশ্বাস তিনি বেঁচে থাকলে আমার একমাত্র সন্তান জয়কেও তিনি ভীষণ আদর করতেন। তার প্রয়াণ দিবসে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
অভিনেতা অপূর্ব বলেন, আমার প্রথম সিনেমা ছিলো ‘গ্যাংস্টার রিটার্নস’। সিনেমাটি মুক্তির আগে আমি তার আশীর্বাদ নিতে তারই বাসা লক্ষী কুঞ্জতে গিয়েছিলাম। তারসঙ্গে কাটানো সেই সময়টা এখনো স্মৃতিতে উজ্জ্বল। দোয়া করি আল্লাহ যেন রাজ্জাক আঙ্কেলকে বেহেস্ত নসীব করেন।
এদিকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত হয়েছে নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে গবেষণাধর্মী বই। বইটি লিখেছেন ইসমত জেরিন স্মিতা।
তিনি বলেন, ‘বইটি লিখতে গিয়ে কয়েকবার এই মহানায়কের সঙ্গে বসতে হয়েছে। তিনি শুধু রূপালি পর্দার নায়ন ছিলেননা। ব্যাক্তি হিসেবেও তিনি অনন্য অসাধারণ। তিনি অভিনয় দক্ষতার জন্য সবার হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। নায়করাজ রাজ্জাকের প্রয়াণ দিবসে দেশের প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।