জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কথিত ডায়াগনস্টিক কমপ্লেক্স থেকে এইচএসসি পাস এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার দুপুর ১টার দিকে চিটাগাং রোড চাঁন সুপার মার্কেটের তৃতীয় তলায় অনুমোদনহীন সি.ডি. কমপ্লেক্স (কুমিল্লা ডায়াগনস্টিক কমপ্লেক্স) এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ধৃত ভুয়া ডাক্তারের নাম মো. জহিরুল ইসলাম। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
প্রায় এক বছর ধরে জহিরুল এই প্রতিষ্ঠানে বসে নিয়মিত আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও রোগী দেখে আসছেন।
অভিযানের নেতৃত্বদানকারী র্যাবের উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, জহিরুল কুমিল্লা জেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে আমির হোসেন জোবেদা কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পরে ভারতের একটি ডক্টরেট সোসাইটি থেকে ইন্টারনেটের মাধ্যমে তিন বছরের কোর্স করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা পেশা শুরু করেন যা বেআইনি।
এই র্যাব কর্মকর্তা জানান, জহিরুল প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাকে আটক করা হয়েছে। প্রতিষ্ঠান মালিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেটা সিলগালা করে দেওয়া হবে।
ধৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।