পুতুল (৪৮) নামে ওই নারীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুতুলের বিষয়ে এর বেশি কিছু এখনো জানা যায়নি।
ওসি মিজানুর রহমান জানান, জঙ্গলের পাশ দিয়ে পথচারীরা হেঁটে যাওয়ার সময় এক নারীর গোঙানির শব্দ পান। জঙ্গলের ভেতরে গিয়ে তারা এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে পুতুলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়।
আহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে করা আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।