বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমান প্রযুক্তির সময়ে স্মার্টওয়াচ এখন সবার হাতে হাতে। আর এ জন্য এবার নারীদের জন্য আলাদাভাবে স্মার্টওয়াচ বাজারে নিয়ে আসা হয়েছে।
ভারতীয় কোম্পানি ফায়ার বোল্ড নারীদের জন্য বাজারে নিয়ে এসেছে স্মার্টওয়াচ। তাদের এ স্মার্টওয়াচ বেশি জনপ্রিয়। সেই জনপ্রিয়তার কারণ অবশ্য তাদের স্মার্টওয়াচের দাম। অনেক কম থেকে শুরু করে বেশি, সব দামেরই স্মার্টওয়াচ রয়েছে কোম্পানিটির। এবার সেই তালিকায় যোগ হলো নতুন একটি স্মার্টওয়াচ।
ফায়ার বোল্ট ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ ফায়ার বোল্ট প্রিস্টিন লঞ্চ করেছে। এই স্মার্টওয়াচটি প্রধানত নারীদের জন্যই বাজারে আনা হয়েছে। ঘড়িটিতে একটি ১ দশমিক ৩২ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে, যা একটি রাউন্ড-স্ক্রিন ডিজাইনে পেয়ে যাবেন।
বাজারে আরও অনেক রাউন্ড ডায়ালের স্মার্টওয়াচ রয়েছে। কিন্তু সেসবের দাম অনেক বেশি। সেক্ষেত্রে এই স্মার্টওয়াচটি বেশ আলাদা। কারণ, এর দাম তুলনামূলক অনেক কম। স্মার্টওয়াচটিতে একটি ক্রাউন, শেল-প্রিন্টেড স্টেইনলেস স্টিলের বেজেল এবং ব্যাক শেল ডিজাইন রয়েছে।
ফায়ার-বোল্ট প্রিস্টিনের দাম
কম দাম হওয়া সত্ত্বেও এতে সিলিকন স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। সিলিকন স্ট্র্যাপটি গোলাপি, রুপালি এবং সোনার রঙে হয়ে থাকে। ঘড়িটির দাম ভারতীয় টাকায় ২ হাজার ৯৯৯ টাকা।
ফায়ার-বোল্ট প্রিস্টিনের ফিচার ও স্পেসিফিকেশন
ঘড়িটি কম দামের হলেও এতে অনেক হেলথ ফিচার রয়েছে। হাটার সময় ক্যালোরি এবং কিলোমিটারের সঠিক ট্র্যাকিংয়ের জন্য ঘড়িটি ৬০টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে। ঘড়িটিতে একটি ১ দশমিক ৩২ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে, যা গোলাকার। আর ডিসপ্লেটি ৩৬০ x ৩৬০ পিক্সেল রেজোলিউশনের। এর ৪৩এমএম ডায়াল থ্রিডি কার্ভড গ্লাসসহ বাজারে এসেছে। প্রিস্টাইন স্মার্টওয়াচে স্মার্ট ব্লুটুথ কলিং, রিমোট ক্যামেরা কন্ট্রোলের মতো অনেক দুর্দান্ত ফিচার রয়েছে।
এ ছাড়া এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হার্ট রেট, SpO2 লেভেল, SpO2 ট্র্যাকিং এবং পিরিয়ড ট্র্যাক, ঘুমের সময় ট্র্যাক করতে পারবেন। এছাড়া স্মার্টওয়াচে দুই ধরনের মেনু লেআউট এবং অনেক ওয়াচ ফেস সাপোর্ট করে।
এই ঘড়িটিতে একটি ২১০ এমএএইচ ব্যাটারি প্যাক রয়েছে, যা দীর্ঘ ব্যাটারি লাইফ দেয়। অর্থাৎ বারবার চার্জ করার ঝামেলা নেই। একবার চার্জ করলেই আপনি অনেকক্ষণ সিনেমা দেখতে পারবেন বা গান শুনতে পারবেন।
ফায়ার-বোল্ট প্রিস্টিনে স্মার্ট নোটিফিকেশন, সেডেন্টারি রিমাইন্ডার এবং আরও অনেক ফিচার পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।