জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সিটি নির্বাচন নিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) কথা বলেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় তিনি বিএনপির সমালোচনা করেন এবং ভোটারদের উপস্থিতি নিয়ে উদ্ভূত প্রশ্নের উত্তর দেন।
ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিয়ে নানক বলেন, শীতকাল এবং ভোটাররা অলসতার কারণে কেন্দ্রে আসতে দেরি করছেন। চারটা পর্যন্ত সময় আছে তো। তাছাড়া একটি বিষয় আপনারা লক্ষ্য করতে পারেন, মহিলাদের উপস্থিতি কিন্তু অনেক বেশি। মহিলারা যেহেতু নেমেছেন সেহেতু পুরুষরাও হয়তো লজ্জায় হলেও একটু পরে নামবেন।
বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সমালোচনা করে তিনি বলেন, সে যে বলেছে আমার লড়তে হয় আমি লড়ব, দরকার পড়লে জীবন দেব, যতকিছুই হোক আমি পাহারা দেব। এই যে দাঙ্গাবাজদের মতো কথা বলা, দাঙ্গামূলক কথা বলা এবং এর আগে বিএনপির বিদেশি কূটনীতিকদের সঙ্গে আতাত, সব মিলিয়ে তাদের আচরণ জনগণকে ভাবিয়ে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


