আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে কভিড-১৯-এর যে নেতিবাচক প্রভাব নারীদের ওপর পড়ছে, তা যদি বিশ্বনেতারা হিসাবে নিতে না পারেন, তবে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার ধীর হবে এবং এতে কয়েক ট্রিলিয়ন ডলার হারাবে বিশ্ব অর্থনীতি। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন মেলিন্ডা গেটস। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার এবং বিল গেটসের সহধর্মিণী।
মেলিন্ডা বলেন, ‘এমনকি লিঙ্গসমতা প্রতিষ্ঠায় যে প্রগ্রাম রয়েছে তা যদি চার বছর বিলম্ব করা হয়, যেমন—নারীকে ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তিকরণে এগিয়ে আনা না হয় তবে ২০৩০ সালের মধ্যে বিশ্ব জিডিপি থেকে হারিয়ে যাবে পাঁচ ট্রিলিয়ন ডলার।’ মানবহিতৈষী কর্মকাণ্ডের জন্য খ্যাত এই নারী বলেন, ‘নীতিনির্ধারকরা যখন অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজ করছেন, তখন অবশ্যই নারীদের ওপর করোনার যে অসম প্রভাব পড়েছে সেদিকে তাঁদের নজর দিতে হবে। অর্থনৈতিক পুনরুদ্ধার থেকে নারীদের বঞ্চিত করলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি।’
তবে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন, তিনি মনে করেন, নারীরা বছরের পর বছর গৃহে অবৈতনিক যেসব কাজ করছিলেন, করোনার কারণে বিশ্বনেতারাও তার মুখোমুখি হয়েছেন। কারণ তাঁদের বাসায়ও ছেলে-মেয়ে আছে, মা-বাবা আছে। তাঁরা দেখেছেন স্ত্রীরা কিভাবে ঘরে সময় দিয়ে শ্রমবাজার থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি, বিশ্বনেতারা নারীদের এ অধিকারের ব্যাপারে এখন সচেতন হবেন। আমাদের অবশ্যই সমতার ভিত্তিতেই পুনরুদ্ধারে যেতে হবে।’ সূত্র : গার্ডিয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।