নারী দলের কোচ পিটার বাটলার বয়কট ইস্যুতে বাফুফের বিশেষ কমিটি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোচ ও ১৮ জন খেলোয়াড়ের মধ্যে চাপান উতোর চলছে। তাতে মানাসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী দলের সদস্যরা। কেউ কেউ তো মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া কিংবা ডিফেন্ডার মাসুরা পারভীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তুলেও ধরেছেন।
আগের দিন এমন ঘটনা বাইরে চলে আসার পর মঙ্গলবার রাতেই বাফুফে নারী খেলোয়াড়দের নিয়ে মনোবিদের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার সকাল থেকে একজন মনোবিদ মেয়েদের নিয়ে কাজও শুরু করেছেন।
বাফুফে ভবনে এসে সেই মনোবিদ সবার সঙ্গে আলাদা করে কথা বলছেন। বোঝার চেষ্টা করছেন, কার কী সমস্যা। মানসিকভাবে মেয়েরা যেন ভেঙে না পড়েন- সেই চেষ্টা চলছে। বাফুফের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমরা রাতেই সুমাইয়ার সঙ্গে কথা বলেছি। তার কী সমস্যা সেটা বোঝার চেষ্টা করেছি। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, তাদেরকে বলেছি সুমাইয়ার বিষয়টি দেখতে।
এছাড়া যা বুজলাম তাদের একজন মনোবিদ দরকার। যেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। তাই আজ সকাল থেকে বাফুফে ভবনে এসে একজন মনোবিদ সবার সঙ্গে কথা বলছেন। আসলে আমরা মেয়েদের পাশে আছি। তাদের যেন কোনও সমস্যা না হয়, তার জন্য সবকিছু দেখা হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।