জুমবাংলা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য রাজধানীর উত্তরায় বাসা থেকে ডিবি কার্যালয়ে নাশতা নিয়ে গেছেন দুজন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে খাবার নিয়ে গাড়িতে করে ডিবি কার্যালয়ের দিকে যেতে দেখা গেছে দুই কর্মীকে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানায় বিএনপি।
বাসার দারোয়ান আজ সকালে জানান, বিএনপি মহাসচিবের জন্য সকালের নাশতা নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কিছু রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে তিনি যে খাবার খান, বাসার দুই কর্মী তা নিয়ে ডিবি কার্যালয়ে গেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান হারুন অর রশীদ।
আজ শুক্রবার সকালে এ তথ্য জানান তিনি।
এরই মধ্যে আজ ভোরে আটক নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানান মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।
তিনি বলেন, ‘ডিবি পুলিশের চার সদস্য বাসার ওপরে এসেছিলেন এবং বাকি চারজন নিচে ছিলেন। সম্প্রতি তার (মির্জা ফখরুলের) নামে দুটি মামলা হয়েছে। তাই কোর্টের নির্দেশেই তাকে নেওয়া হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি।’
রাহাত আরা বেগম আরও জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে মির্জা ফখরুলের বাড়ির আশপাশে টহল দেয় ডিবি। পরে দিবাগত রাত ৩টার দিকে তারা বাসায় আসে। তাকে (মির্জা ফখরুল) আটকের পর ৩টা ২০ মিনিটের দিকে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর অপর এক ডিবি পুলিশ সদস্য মির্জা ফখরুলের ওষুধ নিতে আসেন বলেন জানান রাহাত আরা বেগম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।