চাঁদে যাওয়ার ইচ্ছে থাকলেও সাধ্য নেই। দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ রয়েছে আপনার সামনে। অর্থাৎ সেই ইচ্ছা কিছুটা হলেও পূরণ হতে পারে। এ বছরের শেষ দিকে চাঁদে উড়ে যেতে পারে আপনার নাম। এ জন্য শুধু ইচ্ছেই যথেষ্ট। কীভাবে?
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ বছরের শেষ দিকে উৎক্ষেপণ করবে মুন রোভার ভাইপার। সেখানে নিজের নাম পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে নাসা। ২০২৪ সালের শেষ দিকে ফ্যালকন হেভি রকেটে চড়ে চাঁদে পৌঁছানোর কথা ভাইপারের।
নিজের নাম চাঁদে পাঠানো কিন্তু বেশ সহজ। এই লিংকে ঢুকলেই দেখবেন বড় করে লেখা আছে, গেট বোর্ডিং পাস। সেখানে ক্লিক করে নিজের নাম ও পিন বসাতে হবে। নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ আলাদা করে লিখতে হবে। অবশ্যই নাম লিখতে হবে ইংরেজিতে। এরপর ৪-৭ ডিজিটের পিন দিতে হবে।
পিন দিবেন আপনার পছন্দ মতো কিছু। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন, আপনার নাম চাঁদে পাঠানোর জন্য তৈরি হয়ে গেছে। চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করতে পারবেন।পরে যদি আপনার নাম সংবলিত কার্ডটি আবার খুঁজে পেতে চান, তাও পারবেন। সাবমিট বাটনের নিচে ‘অলরেডি সাইনআপ’ লেখা আছে। সেখানে ক্লিক করে আপনার নাম ও আগের পাসওয়ার্ড দিলে কার্ডটি পুনরায় দেখতে পারবেন। নিজের নাম পাঠাতে পারবেন যতবার খুশি ততবার।
ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার (ভাইপার) চাঁদের দক্ষিণ মেরুতে পানি, বরফ ও অন্যান্য বস্তু খুঁজে দেখবে। চালাবে পরীক্ষা-নিরীক্ষা। কারণ ২০২৬ সালে ফের চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। তাঁরা চাঁদের দক্ষিণ মেরুর কোথায় নামতে পারে, তা নিশ্চিত করার জন্যই এই রোভার পাঠানো হবে।
নাসার সদর দপ্তরের সহযোগী প্রশাসক নিকোলা ফক্স এক বিবৃতিতে বলেন, ‘ভাইপারের সাহায্যে আমরা চন্দ্রপৃষ্ঠের এমন কিছু জায়গায় অনুসন্ধান ও গবেষণা করতে চাই, যেখানে এর আগে কেউ কখনো যায়নি। এই ঝুঁকিপূর্ণ কিন্তু ফলপ্রসু যাত্রায় আপনাদের আমন্ত্রণ।’
ভাইপারের সঙ্গে থাকবে গ্রিফিন নামে একটি রোবটিক ল্যান্ডার। এটা তৈরি করেছে পিটসবার্গভিত্তিক সংস্থা অ্যাস্ট্রোবটিক টেকনোলজি। এটাই হবে নাসার বেসরকারি মিশনের প্রথম ল্যান্ডার।
অবশ্য ইতিমধ্যে নাসার বেসরকারি খাতের প্রথম উদ্যোগ পেরিগ্রিন চন্দ্রযান ব্যর্থ হয়েছে। জ্বালানি ট্যাংক ফুটো হওয়ায় চাঁদে অবতরণ করতে পারেনি নভোযানটি। ১৮ জানুয়ারি এটা পৃথিবী ও চাঁদের মাঝামাঝি স্থানে ধ্বংস করা হয়।
বিজ্ঞানীদের আশা, ভাইপার মিশন সব বাধা পেরিয়ে অনেকের নাম নিয়ে সফলভাবে পৌঁছে যাবে চাঁদের দক্ষিণ মেরুতে। তাই আর অপেক্ষা না করে দ্রুত আপনার নাম পাঠিয়ে দিন ভাইপারের ঠিকানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।