বিনোদন ডেস্ক: সম্প্রতি তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেছেন আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় এ জুটি। তবে আলোচনা সমালোচনায় রূপ নিতে বেশিক্ষণ লাগেনি। বিয়ের আমেজ থাকতে থাকতেই জানা গেলে, আগের স্বামীর রাকিবকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।
নাসির-তামিমার আলোচনা-সমালোচনার আঁচ পৌঁছে যায় নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ কাছেও। অতিষ্ঠ হয়ে নিজের ফেসবুকে লাইভ করেছেন সুবাহ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) লাইভে তামিমাকে তুলোধুনো করেছেন সুবাহ।