বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি নিজের অফিসিয়াল টুইটারে নাহিদার পারফরম্যান্স তুলে ধরে লেখেন, টি-টোয়েন্টি বাছাই পর্বে নাহিদা আক্তার এখনও পর্যন্ত, দুই ম্যাচে ওভার: ৫.৫, উইকেট: ৬, বোলিং এভারেজ: ৩.৭৭, প্লেয়ার অব দ্য ম্যাচ: ২
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের খেলা দুই ম্যাচেই বোলিং নৈপূণ্য প্রদর্শন করেছেন নাহিদা আক্তার।
গত রোববার স্কটল্যান্ডের লোকল্যান্ড অ্যাব্রোথে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র ৩.৫ ওভারে ১০ রানে ৩ উইকেট শিকার করেন নাহিদা। তার ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৯.৫ ভারে ৪৬ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র।
সেই ম্যাচে ৮.২ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। নারী ক্রিকেট দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নাহিদা।
গত সোমবার স্কটল্যান্ডের ফোরথিলে রিজার্ভ ডেতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ছয় রানের জয় পায় বাংলাদেশ।
এদিন বল হাতে মাত্র ২ ওভারে ১০ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন নাহিদা আক্তার। তার বোলিং নৈপুণ্যে পরপর দুই ম্যাচ জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।