জুমবাংলা ডেস্ক: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের ব্যক্তিগত সহকারী মকসুদ আলম শিপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ছেলে শরৎ।
তিনি বলেন, বাবার নাম ভাঙিয়ে শিপন দুর্নীতি, আর্থিক অনিয়ম করেছেন। এতে বাবার সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে শিপনকে বাবার ব্যক্তিগত সহকারীর দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানান শরৎ।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিত্রনায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান শিপনকে বাদ দেওয়ার তথ্য জানান। সিঙ্গাপুর থেকে তিনি এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
ওই বিজ্ঞপ্তিতে ফারহানা পাঠান লেখেন, ‘একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হােসেন পাঠান (ফারুক), (১৯০ ঢাকা-১৭) -এর অভিপ্রায় অনুযায়ী তার প্রিভিলেইজভুক্ত ব্যক্তিগত সহকারী কাম-কম্পিউটার অপারেটর মােহাম্মদ মকসুদ আলম (শিপন), পিতা. এ এফ এম আশরাফুল আলম, মাতা. ফরিদা আলম, গ্রাম. লংরাইর, পাে. লংগাইর, থানা. গফুরগাঁও, জেলা. ময়মনসিংহকে উক্ত পদ থেকে ২১/০১/২০২১ খ্রি. তারিখ হতে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলাে। ’
বিজ্ঞপ্তিটিতে তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে বলা হয়েছে, পদবি ব্যবহার করে অসদু উপায় অবলম্বনের মাধ্যমে বেআইনি সুবিধা গ্রহণ করে স্থানীয় সংসদ সদস্যের সুনাম ক্ষুণ্ন করেছেন মােহাম্মদ মকসুদ আলম (শিপন)। বারবার সতর্ক করা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি।
একইসঙ্গে পদ থেকে অব্যাহিত পাওয়া মােহাম্মদ মকসুদ আলমের (শিপন) সঙ্গে কোনো যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন ফারহানা পাঠান।
গত ৭ নভেম্বর মােহাম্মদ মকসুদ আলমকে (শিপন) অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেইজড শাখার সহকারী সচিব এ. কে, এম আহসান উদ্দিন দেওয়ান স্বাক্ষরিত একটি অফিস আদেশও জারি করা হয়েছে।
এর অনুলিপিতে অভিযুক্তসহ সংযুক্ত করা হয়েছে সংসদ সদস্য আকবর হােসেন পাঠান (ফারুক), স্পীকারের একান্ত সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের একান্ত সচিব ও সংশ্লিষ্ট আরও অনেকের নাম।
দেশের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন অচেতন ছিলেন তিনি। এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং নামাজও পড়ছেন।
গত ৪ মার্চ নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান নায়ক ফারুক। ১৩ মার্চ কিছু টেস্টে তার টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন আইসিউতে ছিলেন। প্রায় এক বছরের অধিকাংশ সময় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।