বিনোদন ডেস্ক: সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয় কিন্তু সারা সপ্তাহ ধরে সিরিয়াল দেখতে ভালো লাগে না কারো। তাই এখন বিনোদনমূলক চ্যানেলগুলির তরফের নিয়ে আসা হয় নিত্য নতুন রিয়ালিটি শো। আর এই মুহূর্তে বাংলার সেরা রিয়ালিটি শো বলতে প্রথমেই আসে টলিউডের প্রথম সারির অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) সঞ্চালিত গেম শো দিদি নো ওয়ান (Didi No 1)।
এখন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলাতে ভাইরাল হয়ে থাকে ‘দিদি নাম্বার ওয়ান’-এর বিভিন্ন পুরনো ভিডিও। সস্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চ খেলতে এসেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা দেবনাথ (Amrita Debnath)। এমনিতে সেলিব্রেটি হোক কিংবা সাধারণ মানুষ দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে সকলেই শেয়ার করে থাকেন তাদের জীবনের নানান সুখ দুঃখের কথা।
টিভির পর্দায় অত্যন্ত হাসি খুশি স্বভাবের অভিনেত্রী অমৃতার কথাতেও উঠে এসেছে তার জীবনের নানান অজানা কথা। আদতে অলিপুদুয়ারের মেয়ে এই অভিনেত্রীকে বর্তমানে আমরা স্টার জলসার ‘মন ফাগুন’ (Monphagun) সিরিয়ালের নায়িকা পিহুর বোন অনুষ্কার (Anushka) চরিত্রে দেখতে পাচ্ছি। তবে এর আগেও অমৃতা বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন জি বাংলার ‘বকুল কথা’ সিরিয়ালে।
এই সিরিয়ালে তিনি বকুলের খুড়তুতো ননদ এশার চরিত্রে অভিনয় করে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এশাকে। তবে একটা সময় ছিল যখন খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন কেটেছিল অমৃতার। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে উঠে এসেছে তার জীবনের এমনই নানান কষ্টের কাহিনী। একসময় নাকি এমনও দিন গিয়েছে যখন পরের দিন কি খাবেন সে কথা ভেবে চোখে জল এসেছে অভিনেত্রীর মা-বাবার।
তবে অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজে কখনোই তার মা-বাবার সামনে চোখের জল ফেলতেন না। কষ্ট হলে কাঁদতেন কিন্তু লুকিয়ে। জানা যায় মিষ্টি নায়িকা অমৃতা পড়াশোনা করেছিলেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। কিন্তু তার বাবা অতটাও ভালো চাকরি করতেন না যে তার পড়াশোনার খরচ যোগাতে পারবেন। তাই সেসময় তাকে পড়াশোনার জন্য আর্থিক ভাবে সাহায্য করেছিলেন তার নিজের জ্যাঠামশাই। এরপর কলকাতায় এসে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শুরু করেন অভিনেত্রী।
তারপর কলেজে পড়াকালীন হঠাৎ করেই দু বছরের মাথায় অর্থাৎ ২০১৬ সালে অভিনেত্রীর বাবার চাকরি চলে যায়। সেই সময় খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অমৃতা। তখন তিনিই ছিলেনতার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। ২০১৭ সালে তিনি প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন স্টার জলসার ‘দেবিপক্ষ’ সিরিয়ালে। তারপরে বকুল কথা সিরিয়ালের এশা চরিত্র থেকে মেলে বিপুল জনপ্রিয়তা। আর একের পর এক নতুন সিরিয়ালে কাজ পেতে থাকেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।