বিনোদন ডেস্ক : শাহরুখ খান এবং সালমান খান দুজনে একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তারমধ্যে সবার আগে আসবে ‘করণ অর্জুন’ সিনেমার নাম। আজও দুই তারকার সেরা ছবির একটি হিসেবে অভিহিত করা হয় এটিকে।
সময়ের ব্যবধানে আজ দুজনেই বলিউডের সবচেয়ে বড় তারকা। তাদের জনপ্রিয়তার কাছে পরিচালক, প্রযোজকদেরও কথা চলে না। শুটিংয়ের সময় তারা ঠিক যেভাবে চান সেভাবেই সবকিছু চলে।
কিন্তু জানেন কি একবার এক নায়িকার ধমকের সামনে তারা দু’জনেই জবুথবু হয়ে গিয়েছিলেন! পর দিন একদম চুপচাপ শুটিং করেছিলেন।