Views: 78

বিনোদন

নায়িকার ধমক খেয়ে সারারাত নাচলেন শাহরুখ-সালমান


বিনোদন ডেস্ক : শাহরুখ খান এবং সালমান খান দুজনে একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তারমধ্যে সবার আগে আসবে ‘করণ অর্জুন’ সিনেমার নাম। আজও দুই তারকার সেরা ছবির একটি হিসেবে অভিহিত করা হয় এটিকে।

সময়ের ব্যবধানে আজ দুজনেই বলিউডের সবচেয়ে বড় তারকা। তাদের জনপ্রিয়তার কাছে পরিচালক, প্রযোজকদেরও কথা চলে না। শুটিংয়ের সময় তারা ঠিক যেভাবে চান সেভাবেই সবকিছু চলে।

কিন্তু জানেন কি একবার এক নায়িকার ধমকের সামনে তারা দু’জনেই জবুথবু হয়ে গিয়েছিলেন! পর দিন একদম চুপচাপ শুটিং করেছিলেন।


১৯৯৫ সালের ‘করণ-অর্জুন’ ছবিতে শাহরুখ এবং সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি। সেখানে শাহরুখ এবং সালমান প্রথম থেকেই শুটিং করছিলেন ঢিলে ভাব নিয়ে। অনেক ক্ষেত্রেই তাদের জন্য বারবার একই দৃশ্য শুট করতে হচ্ছিল।

কিন্তু শাহরুখ-সলমনের জনপ্রিয়তার দিকে তাকিয়ে তাদের কিছুই বলতে পারছিলেন না ছবির পরিচালক। মনে মনে বিরক্ত হলেও তাদের সহকর্মীরাও মুখে তা প্রকাশ করছিলেন না। বাকিদের মতো দুই নায়কের উপর বিরক্ত ছিলেন ছবির নায়িকা মমতাও। এই ছবিতে একটি নাচের শুটিংয়ের সময় শেষে বিরক্তি আর চেপে রাখতে না পেরে শাহরুখ-সালমানকে খুব বকাবকি করেন মমতা।

বকা খেয়ে দুই নায়ক সারারাত নাচলেন। নাচের প্র্যাকটিস করে পরদিন শুটিংয়ে এসে বাজিমাত করে দিলেন। তাদের কোনো শটই রি-টেক নিতে হয়নি। উল্টো মমতাকেই কয়েকবার রি-টেক দিতে হয়েছিলো। লজ্জায় সেদিন সেটে কেঁদে ফেলেছিলেন মমতা।

ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে নিজেই এই ঘটনার কথা জানিয়েছিলেন মমতা। আর ‘দিলওয়ালে’ ছবি মুক্তির সময় সালমানের বিগ বস-এ এসে ওই ঘটনার কথা বলেছিলেন শাহরুখও।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে: বিজেপির সমাবেশে মিঠুন চক্রবর্তী

rony

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন শ্রীলেখা

Shamim Reza

আজ থেকে সৌদি আরবে খুলছে সিনেমা হল, জিম ও রেস্তোরাঁ

mdhmajor

বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী

rony

বাধার পাহাড় ডিঙিয়ে সংবাদ পাঠে শিশির, নাটকে মৌ

mdhmajor

নরেন্দ্র মোদির সাথে প্রথম সাক্ষাৎ হবে, রাতে ঘুম হয়নি নায়িকা শ্রাবন্তীর

rony