আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চার শিশুসহ একই পরিবারের ছয়জনের প্রাণহানি হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে নিই ইয়র্কের সিটির হারলেম এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর ওই লাশগুলো উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে হারলেমের সেভেন অ্যাভিনিউর কাছে ১৪২ স্ট্রিটের সাততলা ভবন ফ্রেড স্যামুয়েল হাউজের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আব্দুস সালাম নামে এক পথচারী জানান, তিনি ভবন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে ৯১১-এ কল দেন। তিনি পাঁচতলার অ্যাপার্টমেন্ট থেকে শিশুদের চিৎকারও শুনেছেন। অল্প সময়ের মধ্যে চিৎকার থেমে যায়।
ওই ভবনের পাঁচতলার বাসিন্দা জেরাল্ডো মোরালেস বলেন, আগুন লাগার পর তিনি তার ৭৫ বছরের বৃদ্ধা মাকে নিয়ে দ্রুত ওই ভবন থেকে বেরিয়ে যান।
ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করে। উদ্ধার করা লাশের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী এবং দুই কিশোরী ও দুই বালক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা মনে করছে। তবে এ ঘটনার তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।