জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক রাজুব ভৌমিক যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে ড. রাজুব ভৌমিক পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন।
কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়। মহামারী করোনার কারণে পদোন্নতির শপথ অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ আকারে অনুষ্ঠিত হয়। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর রাজুব ভৌমিক সময় নিউজকে বলেন, “এই শপথ অনুষ্ঠানের সময় পরিবারের সবাই এবং বন্ধুদেরকে ভীষণ মিস করেছি। যদিও সবাই পুলিশ একাডেমির বাইরে আমার জন্য অপেক্ষা করছিল তারপরও তারা সঙ্গে থাকলে বেশ আনন্দ হত। একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত।”