আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের পর্যটক কেন্দ্র হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানের বরাতে আন্তজার্তিক গণমাধ্যমগুলো জানায়, হোয়াইট আইসল্যান্ডে এখন কারো জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।
এছাড়া জাসিন্ডা আরডান জানান, অগ্ন্যুৎপাতে হতাহতদের মধ্যে নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকরা রয়েছেন। এছাড়া উদ্ধারকারী দলের হেলিকপ্টারগুলো ওই দ্বীপে অনুসন্ধান চালিয়েছে। তবে সেখানে পাইলটরা কোনো জীবিত মানুষের সন্ধান পায়নি। তবে ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে।
সোমবার স্থানীয় সময় বেলা ২টা ১১ মিনিটে হঠাৎ করেই নর্থ আইসল্যান্ডের ওই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে শুরু করে। এ সময় ওই দ্বীপে ১০০ জনের মতো পর্যটক অবস্থান করছিলেন বলে প্রাথমিক খবরে বলা হয়েছিল। পরে স্থানীয় পুলিশ জানায়, এ সময় দ্বীপটিতে দেশি বিদেশিসহ মোট ৪৭ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে সোমবার পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এদিকে অগ্ন্যুৎপাতের নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।