নিক-প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকী ছিল ১ ডিসেম্বর। বিশেষ দিনটি উদযাপন শেষে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা গেল— সুসজ্জিত টেবিলের উপর শুভেচ্ছা কার্ড। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন- ‘স্বপ্নটা যাপন করছি’। অন্যদিকে নিক জোনাস সেলিব্রেশনের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রিয়াঙ্কা বলেছেন- ‘যাই কাজ করি না কেন, আমাদের জীবনের প্রায়োরিটি আমাদের সম্পর্ক। নিক আর আমি নিজের মতো করে ক্যারিয়ার তৈরি করেছি, আর কখনই একে-অপরের কর্মক্ষেত্রে ইন্টারফেয়ার করি না।’
তৃতীয় বিবাহবার্ষিকীতে নিক-প্রিয়াঙ্কার এ ভালোবাসাময় উদযাপন সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে দিয়েছে। ভক্তরাও তাই শুভেচ্ছার প্লাবনে ভাসিয়েছেন তাদের।
প্রিয়াঙ্কার চেয়ে নিক জোনাস বয়সে ১০ বছরের ছোট। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।