বিনোদন ডেস্ক : আগে থেকেই পাওয়া যাচ্ছিল বিবাহ বিচ্ছেদের খবর। গুঞ্জন রটলেও সত্যতা মিলছিল না কোনো পক্ষ থেকেই। তবে এবার আরও কিছুটা স্পষ্ট হলো। নিখিল জৈন তার স্ত্রী নুসরাত জাহানের ব্যাপারে কিছুটা মুখ খুলেছেন। সংসদ নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন স্বামী নিখিল জৈন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে নিখিল জানিয়েছেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চান না। যা বলার তিনি পরে বলবেন।
জানা গেছে, এখনো নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেই যাচ্ছেন নুসরাত। নিখিল তাতে কোনও দিন বাধা দেননি। যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে অজমিরে ছুটি কাটাতে যাওয়া কোনও কিছু নিয়েই কোনও দিন মুখ খোলেননি তিনি।