বিনোদন ডেস্ক :
ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চলচ্চিত্রের জনপ্রিয়তম জুটি শাকিব খান ও বুবলী। যদিও দু’জন এখন দুই দিগন্তে। অর্থাৎ ফিল্মের ক্ষেত্রেও আলাদা আলাদা প্রযোজনায় কাজ করছেন। শাকিব খানের বাইরে ইমন, নিরব ও রোশানের বিপরীতে কাজ করলেন বুবলী। অন্যদিকে শাকিব খান ভিন্ন ভিন্ন তারকার সঙ্গে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রে মূলত দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতেই শাকিব খান ও বুবলী সেখানে গিয়েছেন। যদিও এরই ভেতরে শোনা যাচ্ছে শাকিব খান আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। আর সে কারণেই অবস্থান করতে হচ্ছে তাকে সেখানে। যদিও এই খবরের সত্যতা স্বীকার করেননি শাকিব খান।
অন্যদিকে ঢালিউড অ্যাওয়ার্ডের জমকালো আসরে এবারে সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন চিত্রনায়িকা বুবলী। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে বুবলী বলেন, ‘যে কোনো পুরস্কারই অনুপ্রেরণার। ঢালিউড অ্যাওয়ার্ড আমাদের দেশীয় তারকাদের জন্য খুবই সম্মানজনক একটি প্লাটফর্ম। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল। অবশেষে এবার থাকতে পারলাম।’
এদিকে নিজের ব্যক্তিগত কিছু কাজ সেরে খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানান তিনি। বুবলী বলেন, ‘দেশে বেশ কিছু ছবির কাজ অবশিষ্ট রয়েছে। দেশে ফিরেই শেষ করবো। তবে বর্তমান বিশ্বে বাংলাদেশিদের উচ্ছ্বাস দেখে এটুকু বলতে পারি যে, ভালোমানের প্রযোজনা হলে, সেই বাংলা সিনেমা দর্শকরা কখনোই ফিরিয়ে দেবেন না।’
এছাড়াও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে প্রদর্শিত হচ্ছে সানী সানোয়ার পরিচালিত, আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটি। ছবিটি প্রসঙ্গে চিত্রনায়িকা বুবলী বলেন, ‘যেকোনো চলচ্চিত্রের সাফল্যই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। তাই অবশ্যই আমি শুধু মিশন এক্সট্রিম নয়, সকল বাংলা ছবিরই সাফল্য কামনা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।