Views: 292

বিনোদন

নিজেদের স্ত্রীকে সামলে রাখবেন, বোঝেনই তো…নাসিরকে ইঙ্গিত করলেন সেই সুবাহ


বিনোদন ডেস্ক: ক্রিকেটার নাসির হোসেনকে ইঙ্গিত করে বিবাহিত পুরুষদের সতর্ক করেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত সুবাহ। সুবাহ বলেন, নিজেদের স্ত্রীকে সামলে রাখবেন, বোঝেনই তো…।’

শনিবার ক্রিকেটার নাসির ও সাব্বির নামের এক যুবকের কথোপকথনের অডিও ক্লিপস, ভিডিও আকারে ভাইরাল হয়। সেখানে সাব্বির নামের ওই যুবক দাবি করেন তার স্ত্রী তামিমা, যার সঙ্গে ইতোমধ্যে নাসির পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। নাসিরের স্ত্রীর নাম তামিমা তাম্মি। এই তাম্মি নাকি সাব্বিরের স্ত্রী যাদের মধ্যে এখনো বিচ্ছেদ ঘটেনি। এমনকী ৮ বছরের একটি বাচ্চাও রয়েছে তাদের। বিচ্ছেদ না দিয়েও অন্যকে বিয়ে করায় সাব্বির থানায় সাধারণ ডায়েরিও করেছেন।


আর এই বিষয়টিকে হস্তগত করেছেন হুমায়রা সুবাহ। সুবাহ ও নাসিরের প্রেম সোশ্যাল মিডিয়ায় সকলেরই জানা। সুবাহ লাইভে এসে নাসিরের জন্য কান্নাকাটিও করেছিলেন। তুলে ধরেছিলেন সম্পর্কের গভীরতা। নাসির এই সম্পর্ককে অস্বীকার করে। সুবাহ এটিকে প্রতারণা হিসেবে উল্লেখ করেছিলেন। তবে সুবাহ এই সময় ভালোই আছেন।

সাম্প্রতিক সময়ে সুবাহ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি মাশাল্লাহ অনেক ভালো আছি। এখন আমি সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। আমার ৫ টি সিনেমার শুটিং শেষ হয়েছে। সেটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে একটির কাজ চলছে।’

রবিবার দুপুরে সুবাহ ফেসবুক লাইভে আসেন। ওই লাইভ থেকে বোঝা যায় পরিবার নিয়ে সুবাহ পিকনিক করতে গিয়েছেন। লাইভে সুবাহ তার বোন ভাবিসহ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। লাইভের শেষভাগে সুবাহ বলেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন যাতে আপনাদের বৌ এদিক সেদিক ভাইগা টাইগা না যায়।’


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

যে কারণে হঠাৎ বুড়ো হওয়ার সাধ জাগল রণবীর কাপুরের

Sabina Sami

দীপিকার খাবার চুরি করতেন অমিতাভ!

Shamim Reza

সুশান্তর মৃত্যু, চার্জশিটে প্রেমিকা রিয়াসহ ৩৩ জনের নাম

Shamim Reza

প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা প্রসঙ্গে জানভির বক্তব্য

Shamim Reza

শুভশ্রীর কড়া জবাব

Shamim Reza

এবার নুসরাতের পথেই হাঁটলেন নিখিল!

Shamim Reza