বিনোদন ডেস্ক: গিয়েছিলেন পূজা উদ্বোধন করতে, পেয়ে গেলেন পছন্দের উপহার। এক ভক্ত শ্রীলেখার ছবি এঁকে ফ্রেমে বেঁধে হাতে তুলে দিলেন। বিষয়টি ফেসবুক হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে এক তরুণ একটি চিত্রকর্ম নিয়ে আসেন।
সেটা দেখে রীতিমতো বিস্মিত শ্রীলেখা, এ যে তারই প্রতিলিপি। চিত্রকর্ম যখন তরুণের হাত দিয়ে নিচ্ছিলেন তখন চোখের ইশারায়, যে ভাষায় কথা বললেন তা বেশ আকর্ষণীয়। চোখের ইশারায় বুঝিয়ে দিলেন আঁকিয়ে বা উপহারদাতা কে।
কয়েকটি ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ধূপগুড়ি কালি পূজা উদ্বোধনে একটু সাজুগুজু করে একটু, ওই আর কি।
এদিকে, শিক্ষক নিয়োগ (টেট) ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। টেট ও এসএসসির বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে ও শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে পুষে রাখা ক্ষোভ রাজপথে নেমেছেন হাজারো মানুষ।
তবে বৃহস্পতিবার সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভরত অবস্থায় আন্দোলনকারীদের ওপর মাঝরাতে পুলিশি অত্যাচার পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। যদিও শ্রীলেখা মিত্র শুরু থেকেই এই আন্দোলনে নিজের সমর্থন জানিয়ে এসেছেন এবং রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এসেছেন।
তবে গত শনিবার নিজেই রাজপথে নেমে এলেন অভিনেত্রী। যোগ দিলেন মিছিলে। ধরলেন মাইক, আওয়াজ তুললেন অন্যায়ের বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।