লাইফস্টাইল ডেস্ক : বেঁচে থাকার কথা ছিলো মাত্র ১২ বছর। কিন্তু কিডনি রোগ নিয়েও মাঠে লড়াই করে যাছেন ক্যামেরুন গ্রিন। জন্মগত কিডনি রোগ নিয়েও ক্রিকেট মাঠে দ্যুতি ছড়াচ্ছেন। অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপের ৬ষ্ঠ শিরোপা। কিডনি রোগ ধীরে ধীরে মানবদেহের কার্যকারিতা নষ্ট করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেটা জানেন ২৪ বছরের গ্রিন। তবে, যতদিন সুস্থ থাকবেন, অস্ট্রেলিয়া দলে খেলার লক্ষ্য তার। নিজের লড়াই সংগ্রামের গল্প শুনিয়ে অন্যদেরও অনুপ্রাণিত করতে চান গ্রিন।
অস্ট্রেলিয়ার হেক্সা শিরোপা জয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্রো মোদি স্টেডিয়ামে উদযাপন করেছেন ক্যামেরুন গ্রিন। বিশ্বকাপ জয়ে অজিদের অন্যতম নায়ক ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জয়ের আগ পর্যন্ত সতীর্থদের অনেকেই জানতেন না কি অসুখ নিয়ে জন্মেছেন প্রতিভাবান এই ক্রিকেটার।
অবশেষে পাকিস্তান অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দিনে সবাইকে একরকম চমকে দিলেন গ্রিন। অস্ট্রেলিযার একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গ্রিন জানান, তিনি জন্মগতভাবেই কিডনি রোগে আক্রান্ত। তার মা বি ট্রেসি যখন ১৯ সপ্তাহের অন্ত:সত্বা তখন আলট্রাসাউন্ডে ধরা পড়ে গ্রিনের কিডনি জটিলতা। জন্মের পর চিকিৎসক তার বাবা গ্যারি গ্রিনকে বলেছিলেন গ্রিন মাত্র ১২ বছর বাঁজতে পারে। কিন্তু তার বাবা-মা মনোবল ধরে রেখেছিলেন। এমন কষ্টের খবর শুনেও তার বাবা তাকে উন্নত চিকিৎসায় কোন ঘাটতি রাখেননি। সে কষ্টের জয় হয়েছে।
অস্ট্রেলিয়া দলে তিন ফরম্যাটে এখন দাপিয়ে বেড়াচ্ছেন গ্রিন। যদিও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি তাকে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মনোবল শক্ত রেখে এগিয়ে যেতে চাইলে তা সম্ভব সেটাই সবাইকে দেখাতে চেয়েছেন গ্রিন। কিডনি রোগ ধীরে ধীরে মানবদেহের কার্যকারিতা নষ্ট করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাতে ভয় পান না গ্রিন। এগিয়ে যেতে চান সামনের দিকে।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এই কঠিন অসুখ নিয়ে বড় হয়েছি। তবে হতাশ হইনি। কিডনি রোগ কখনোই সেরে ওঠেনা। তাই আমি এরসঙ্গে বেড়ে ওঠা আয়ত্ব করে নিয়েছি। আমার কিডনি ৬০ শতাংশ কাজ করে। আমি সঠিক জীবনযাপনের কারণে অন্য অনেকের চেয়ে ভালো আছি। প্রশ্ন আসতে পারে এতদিন পর কেন আমি এটা সবাইকে বলেছি? আমি চাইনি আমার খেলার চেয়ে কেউ আমার অসুস্থ্যতা নিয়ে বেশি আলোচনা করুক। এখন এটা বলেছি কারণ আমি চাই আমাকে দেখে অন্যরা অনুপ্রেরণা খুঁজে নিক।’
গ্রিনের কিডনি এখন দ্বিতীয় টেস্টে আছে। পঞ্চম স্টেজে গেইলেই ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। বয়স ২৪, যতদিন ভালো থাকবেন জাতীয় দলের পাশাপাশি আইপিএলে খেলা চালিয়ে যেত চান গ্রিন।
ক্যামেরুন গ্রিন বলেন, ‘যতদিন ফর্ম থাকবে অস্ট্রেলিয়া দলে খেলা চালিয়ে যেতে চাই। মাঝেমধ্যে শরীরে টান লাগা ছাড়া তেমন কোনে সমস্যা হয় না আমার। আইপিএল আমার বেশ পছন্দ। সেখানে অনেক কিছু শেখার সুযোগ আছে।’
অস্ট্রেলিয়া দলের হয়ে ২৪টি টেস্ট, ২৩টি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গ্রিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।