বিনোদন ডেস্ক : বছর হয়নি বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এরইমধ্যে তার মুখে ডিভোর্স শব্দটি। এত উতলা হওয়ার কিছু নেই। তার ঘর ঠিকঠাক আছে। সচরাচর ঘর ভাঙা নিয়ে কথা বলেছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।’
গেল ১২ জানুয়ারি চিত্রনাট্যকার লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মৌসুমী। নিজের সংসার নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার সংসার খুব ভালো যাচ্ছে।’
মুক্তির অপেক্ষায় আছে মৌসুমীর ‘নয়া মানুষ’। সুজলা চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel