বিনোদন ডেস্ক : তাকে বলা হয় ‘বলিউড কুইন’। সিনেমায় অভিনয় দক্ষতার তার প্রমাণও রেখেছেন তিনি। কিন্তু সিনেমার জন্য যতটা প্রশংসা কুড়ান, ব্যক্তিগত জীবনে নানা কারণে ততটাই সমালোচনায় অভিনেত্রী কঙ্গনা রাণৌত।
অনেকদিন থেকেই বিতর্কে এই অভিনেত্রী। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে কখনো তারকাদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান অথবা নেটিজেনদের বিদ্রূপের শিকার হন। সম্প্রতি নিজের ঢোল নিজেই পিটিয়েছেন তিনি।
কিছুদিন আগে নিজেকে হলিউডের তারকা অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত গ্যাল গ্যাডোটের সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা। এবার প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে নিজের তুলনা করলেন তিনি।