স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের বালিশ নিয়ে বিশ্বজুড়ে ঘুরে বেড়ানোর ঘটনা এখন পুরনো হয়ে গেছে। নতুন খবর হলো, ভারতের পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া নিজের রাঁধুনি নিয়ে গেছেন দুবাইয়ে এশিয়া কাপ খেলতে!
তিনি দলের বাকিদের সঙ্গে খাচ্ছেন না। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ খেলতে নামার আগে হার্দিক নিজেই এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতেই তিনি রাঁধুনি নিয়ে গেছেন।
পাকিস্তানের বিপক্ষে নামার আগে হার্দিককে জিজ্ঞেস করা হয় তিনি বাইরে খেতে যান কি না। ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘আমি বাইরের খাবার খুব একটা খাই না। আমার নিজস্ব রাঁধুনি আছে। মাঝেমধ্যে রাতে খেতে যাই বাইরে।
তখন চেষ্টা করি নতুন নতুন জায়গায় খেতে। ‘ স্বাস্থ্য নিয়ে সচেতন হার্দিক। চোট সারিয়ে ফিরে আসার পর আরও বেশি করে নজর দিয়েছেন স্বাস্থ্যের দিকে। তাই খাওয়া দাওয়া নিয়ে তিনি এখন খুব সচেতন।
গ্রুপ পর্বে খেলার সময় পাকিস্তানের বিপক্ষে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন হার্দিক। আজ রবিবার সুপার ফোরে আবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে ব্যাট হাতে হার্দিক আজ ‘ডাক’ মেরে ফিরেছেন।
ভারত অবশ্য ১৮১ রানের বড় সংগ্রহ গড়েছে। ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন হার্দিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এর আগে আইপিএলে গুজরাট টাইটান্সকে শিরোপা জিতিয়েছেন।
দলের সঙ্গে দেশে ফেরেননি, দুবাইতে স্ত্রীকে নিয়ে ফুরফুরে মেজাজে ঘুরছেন সাব্বির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।