Advertisement
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা পূজা চেরী। চলচ্চিত্ররে শিশু শিল্পী হিসেবে পথ চলা শুরু হলেও গত বছর পর পর কয়েকটি সিনেমাতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে তাকে।
চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পূজা জানান, তিনি এসএসসিতে জিপিএ ৪.৩৩ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
পূজা বলেন,‘আমি অনেক বেশী আনন্দিত কেননা পরীক্ষার আগে অনেক গুলো ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। এত কিছুর মাঝেও যে আমি এই রেজাল্ট করেছি সেটি আমার জন্য অনেক কিছু।’
কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে আছে জানতে চাইলে পূজা বলেন, এখনো ঠিক করিনি। সবে মাত্র পাশ করলাম। দেখি কী যায়।
প্রসঙ্গত, ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্টমেন্ট এলাকার একটি স্কুল থেকে এবার পূজা চেরী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।